ভিমা কোরেগাঁও কাণ্ডে আদালতে বড় ধাক্কা খেলেন বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা

এদিন আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, অভিযুক্তের তদন্তকারী সংস্থা নির্বাচন করার অধিকার নেই। একই সঙ্গে ভারভারা রাও-সহ ৪ সমাজকর্মীর গৃহবন্দি দশার মেয়াদ ৪ সপ্তাহ বৃদ্ধি করেছে। অভিযুক্তদের জামিনের জন্য নিম্ন আদালতে আবেদনের নির্দেশ দিয়েছে বিচারপতি এএম খানউইলকর। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, সরকারের সমালোচনা করায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিস।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/2Of5PLj

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া