২৮ দিন ভেসে রইলেন সমুদ্রে! মনের জোর থাকলে সব সম্ভব, দেখিয়ে দিলেন আন্দামানের যুবক

একদিন দুদিন নয়! ২৮ দিন ধরে সমুদ্রে ভেসে রইলেন তিনি। খাবার নেই। বৃষ্টির জল ছাড়া আর কিছু পান করার মতো নেই। এমন অবস্থায় ২৮ দিন। ভাবতে পারছেন! অসম্ভবকে সম্ভব করে তুললেন আন্দামানের যুবক অমৃত কুজুর। তাঁর সঙ্গে নৌকোয় পাড়ি দিয়েছিলেন আরেক যুবক দিব্যরঞ্জন। তাঁকে বাঁচাতে পারেননি অমৃত। আন্দামানের শহিদ দ্বীপের বাসিন্দা অমৃত ও দিব্যরঞ্জন। সমুদ্রে ভাসমান জাহাজে নিত্যপ্রয়োজনীয় জিনিস যোগান দিয়ে আয়ের উদ্দেশে নৌকা ভাসিয়েছিলেন দুজনে মিলে। কিন্তু মাঝসমুদ্রে তাঁদের নৌকা ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে। পাল ছিড়ে যাওয়া নৌকা এদিক-ওদিক দিকশূন্যভাবে ভেসে যেতে থাকে। নৌকায় জল ঢুকে সমস্ত মাল ভেসে যায়। ৪৯ বছরের অমৃত বলেছেন, ঈশ্বরের দয়ায় ফিরতে পেরেছি। বন্ধুকে বাঁচাতে পারলাম না। এটাই যা বড় আফসোস।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/2BKYo6B

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া