অকালি দলের পাশে তৃণমূল

কৃষিবিল ইসুতে এনডিএ ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল। তবে বিজেপিকে তারা ইসুভিত্তিক সমর্থন জানাবে বলে মত প্রকাশ করেছে। এদিকে ডেরেক ও ব্রায়েন একটি টুইটে জানিয়েছেন, তৃণমূল সুখবীর সিং বাদল এবং অকালি দলকে সমর্থন জানাবে। কৃষকদের হয়ে লড়াই করাটা তৃণমূলের ডিএনএ-তে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের হয়ে লড়াই করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে ২৬ দিনের অনশন করেছিলেন। আমরা কৃষিবিলের বিরোধিতা করছি। 

from Zee24Ghanta : Nation News https://ift.tt/3349UIC

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া