Malda: ধান চাষে আমূল পরিবর্তন মালদায়, ব্যবহার শুরু জৈব সার

জৈব গ্রাম প্রদর্শনীর ক্ষেত্রে গোবিন্দভোগ ধান চাষ শুরু করেছেন কৃষকেরা। রাসায়নিক সার ব্যবহার করে চাষ করায় অনেকক্ষেত্রেই জমির উর্বরতা হ্রাস পাচ্ছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি উৎপাদিত ফসলের গুণগতমানও সেই ক্ষেত্রে অনেক কম হয়। সাধারণ কৃষকদের মধ্যে জৈব পদ্ধতিতে ধান চাষ প্রচলন করতেই কৃষি দফতরের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

from Zee24Ghanta: State News https://ift.tt/SN8DClY

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া