Cooch Behar: জল্পেশ মন্দিরের পথে দুর্ঘটনা! জেনারেটরে শর্ট সার্কিট, মৃত ১০

যাত্রীবাহি একটি পিকআপ ভ্যান জল্পেশ যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কোচবিহার জেলার শীতলকুচি থেকে জল্পেশ মন্দির যাওয়ার পথে চ্যাংড়াবান্ধা এলাকায় ঘটে এই ঘটনা। গাড়িতে চালকসহ মোট ৩৬ জন ছিলেন বলে জানানো হয়েছে পুলিসের তরফে। ঘটনার পরে সাত জন ব্যক্তি গাড়ি থেকে নেমে যান এবং ঘটনাস্থলের কাছেই অপেক্ষা শুরু করেন বাড়ি ফেরার গাড়ির জন্য। সকাল হতেই দূর্ঘটনায় আহতদের খোঁজখবর নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে  সোমবার ভোরে আসতে শুরু করেছেন দুর্ঘটনাগ্রস্থদের আত্মীয় পরিজনরা।

from Zee24Ghanta: State News https://ift.tt/2Or3wa4

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া