নবান্ন অভিযানে ১১কোটি! কোথা থেকে আসছে এত টাকা? প্রশ্ন জাগোবাংলায়

তৃনমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘আমাদের মুখপত্র জাগোবাংলায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এবং এর অধিকাংশ সূত্রই বিজেপি-র অন্দর মহলের যারা প্রস্তুতির সঙ্গে যুক্ত।নবান্ন অভিযান নতুন কোনও বিষয় নয়। যে কোনও দল তা করতে পারে। বিজেপি সাত তারিখে এটা করতে গিয়েছিল কিন্তু লোকজন হয়নি। তাই ওরা বাতিল করে। এরপর ওরা আবার নতুন করে করেছে। জাগোবাংলার সাংবাদিকরা সেখান থেকে খবর পেয়েছেন যে বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করছে তাঁদের লোক আছে তা দেখানোর’।

from Zee24Ghanta: State News https://ift.tt/sbDkhAa

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া