দ্বিতীয় বিয়ের পর আর প্রথম স্ত্রীর উপর অধিকার ফলানো যাবে না: হাইকোর্ট

আদালত আরও জানিয়েছে যে আবেদনকারী যদি প্রথম স্ত্রীর কাছে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেন,সেই ক্ষেত্রে এই ঘটনা তাঁর প্রথম স্ত্রীর প্রতি নিষ্ঠুরতার সঙ্গে সমতুল্য। আদালত আরও জানিয়েছে একজন মুসলিম স্বামীর আইনসঙ্গত অধিকার রয়েছে প্রথমবার বিবাহিত অবস্থায় দ্বিতীয় বিবাহ করার। কিন্তু যদি তাঁর ভয় থাকে যে তিনি সকল স্ত্রীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরন করতে পারবেননা, সেক্ষেত্রে তিনি একটি মাত্র বিবাহ করতে পারেন।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/NZHAi18

Comments

Popular posts from this blog