Durga Puja 2022 : আজ মহাসপ্তমী, নবপত্রিকা স্নানের পর বেলুড় মঠে শুরু পুজো

  আজ মহাসপ্তমী। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন ঘাটে চলছে নবপত্রিকা স্নান। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে বেলুড়মঠেও সপ্তমীর পুজো শুরু হয়েছে। রীতি মেনে কলবউ-এর মাথার উপর ছাতা ধরে তাঁকে গঙ্গারঘাটে নিয়ে যান মহারাজরা। নবপত্রিকা স্নানের পর কলাবউকে নতুন কাপড় পরিয়ে নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। এরপরই পুজো শুরু হয়। কথিত আছে শ্রীরামকৃষ্ণ দেবীকে মেয়ে রূপেই পুজো করতেন। সেই বিধি মেনেই কলাগাছকে গণেশ বধূ মেনে স্নান করানো হয়। পুজোর সমস্ত আচার পালন করেন মহারাজরা।

from Zee24Ghanta: State News https://ift.tt/4MvBzc1

Comments

Popular posts from this blog