বগটুই হত্যা মামলায় বড় সাফল্য সিবিআই-এর, গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ

তদন্তের শুরু থেকেই যে জবানবন্দি পাওয়া যায় তাঁর সবেতেই মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে লালন শেখের নাম। সিবিআই-এর তরফে বগটুই হত্যা মামলায় যে চার্জশিট জমা পড়েছে সেখানেও লালন শেখকে মূল অভিযুক্ত হিসেবে দেখান হয়। ঘটনার পরের দিন তাঁকে দেখা গেলেও এরপর থেকেই ফেরার ছিল সে। সিবিআই-এর তরফে বার বার বিভিন্ন মাধ্যমে খোঁজ করা হয় তাঁর। 

from Zee24Ghanta: State News https://ift.tt/aZC1YiB

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া