চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে বাড়ছে মদের নেশা, গার্হস্থ্য হিংসার সংখ্যা বৃদ্ধিতে চিন্তিত মহিলা কমিশন

লীনা গঙ্গোপাধ্যায় বলেন, বাগান যখন বন্ধ ছিল তখনও আমরা এসেছিলাম। খোলার পর এখনকার পরিস্থিতি বোঝার জন্যেই এই আগমন। পুরুষদের মদ খেয়ে কাজে আসার প্রবণতার কথাও জানতে পেরেছি। সেক্ষেত্রে মালিকপক্ষেরও বড় ভূমিকা রয়েছে। যারা মদ খেয়ে কাজে আসছেন তাঁদের কাজে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা রয়েছে।

from Zee24Ghanta: State News https://ift.tt/7rLZJOg

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া