Mal Bazar: সামনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রেল লাইনে বৃদ্ধা! মুহূর্তের ফারাকে প্রাণ বাঁচালেন যুবক

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস পার হবে দেখে নির্ধারিত সময়েই লুকসানের রেল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। লীলাদেবী গুপ্তা লুকসান মোড়ের দিক থেকে লুকসান বাজারের দিকে যাচ্ছিলেন। রেল গেট বন্ধ থাকলেও সম্ভবত বয়সজনিত কারনে ভালো মতো কিছু বুঝতে না পেরে তা তিনি উপেক্ষা করে বসেন।

from Zee24Ghanta: State News https://ift.tt/GI3zcYS

Comments