ডাক্তার তনুশ্রীর কাঁধে গণেশের দায়িত্ব! নাইট আউলের চমক শিলিগুড়িতে

অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কোষাধ্যক্ষ শঙ্কর দাস জানান, আমাদের বাড়িতে আমরা দেখি মা, কাকিমা অথবা স্ত্রীয়েরাই পুজো করেন। সেক্ষেত্রে বড় পুজোর ক্ষেত্রে যে যে রিতী রয়েছে সেটা ভাঙতে চাইছি। শহরের যে বড় পুজোগুলো হয় সেটা মহিলারাও করতে পারে এবং তাদেরও এই কাজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। 

from Zee24Ghanta: State News https://ift.tt/gDcoLBQ

Comments

Popular posts from this blog