বিজেপি নেতাকে চাকরির জন্য ৪৯ লক্ষ দিয়েও প্রতারিত বিধায়কপুত্র!

এসএইচও অনিল কুমার বলেন, 'অভিযোগটি পেয়েছি ৫ জুলাই। বিধায়কের ছেলে অমিতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অমিতের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিনোদ খারব নামে এক যুবক। অভিযোগ অনুযায়ী, সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য বিনোদ অমিতের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা নিয়েছিলেন। এখন অভিযোগকারী তার টাকা ফেরত চাইছেন। পুলিস আরও তদন্ত করে তাকে গ্রেফতারের জন্য ব্যবস্থা নেবে’।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/ms0SX1R

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া