কবে নির্বাচন জানা যাবে আজ, বিজেপি-কে সরাসরি চ্যালেঞ্জ আপের

হিমাচল বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ৮ জানুয়ারী। বিধানসভায় বিজেপির ৪৫ জন বিধায়ক রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ২০ জন বিধায়ক রয়েছেন এই বিধানসভায়। গুজরাট বিধানসভা নির্বাচন হয় ২০১৭ সালে। সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৯৯টি আসন জেতে। অন্যদিকে কংগ্রেস ৭৭টি আসন জিতেছিল। সেই নির্বাচনে আপের আসন সংখ্যা ছিল শূন্য। 

from Zee24Ghanta : Nation News https://ift.tt/g8fXs34

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া