৫০০ নয়, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা দেবে, জানালেন সুকান্ত

বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভাণ্ডারে ৫০০ নয় ২০০০ টাকা দেবেন। দুর্গাপুরে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার.  মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা দিছেন, বিজেপি এলে ঘরের লক্ষীদের দু হাজার টাকা করে দেবে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের বাড়িতে দলত্যাগি দুই নেতাকে ফের দলে যোগ করিয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকাম্ত মজুমদার। আসানসোল নর্থের বিজেপির মন্ডল তিনের সভাপতি সুদীপ চৌধুরী ও জেলা বিজেপির তৎকালীন অন্যতম সাধারণ সম্পাদক মদন মোহন চৌবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, এইদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের বাড়িতে এই দুই দোলত্যাগির হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,

from Zee24Ghanta: State News https://ift.tt/Nb5pZC0

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া