Anubrata Mandal: হাজিরা এড়ালেন অনুব্রত, কড়া পদক্ষেপের পথে সিবিআই

অনুব্রত মন্ডলকে দেখতে যে চিকিৎসক গিয়েছিলেন তিনি জানিয়েছে যে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখতে বাধ্য হয়েছিলেন তিনি সুপারের নির্দেশে। একই সঙ্গে তাঁকে বেডরেস্টের জন্য লিখতে বাধ্য করেন অনুব্রত নিজেই। যদিও হাসপাতাল করত্রিপক্ষের তরফে কিছু জানানো হয়নি। অন্যদিকে হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এরফলে এই বিষয় একাধিক প্রশ্ন উঠছে। কে এই টিম পাথিয়েছিলেন এবং কেন সেই সংক্রান্ত প্রশ্নও উঠছে।

from Zee24Ghanta: State News https://ift.tt/Iup0zKk

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া