Bengal Weather: নববর্ষেও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, ৪১ ডিগ্রি ছোঁবে আজই?

 চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। দক্ষিণবঙ্গের ১২ জেলায় ৪০ ছুঁল বা ছাড়িয়ে গেল পারদ শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২। বেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিন একইরকম তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় তাপপ্রবাহ শুরু। কারণ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে পারদ কাল পৌঁছল ৪১ ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আপাতত পুড়বে দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

from Zee24Ghanta: State News https://ift.tt/r23chNF

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া