BJP North Bengal Strike: বাস ভাঙচুর! পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, উত্তরবঙ্গে বিজেপির বনধ ঘিরে অশান্তি

কালিয়াগঞ্জে পুলিসের গুলিতে যুবক খুনের অভিযোগের প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলার বন্‍‍ধের ডাক দিয়েছে বিজেপি। আর বিজেপির বনধ নিয়েই বিতর্ক তুঙ্গে। কালিয়াগঞ্জকাণ্ডে আজ বারো ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দেয় গেরুয়া শিবির। এদিন সকাল থেকেই বনধ ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনার খবর আসতে থাকে। কোচবিহারে বাস ভাঙচুর হয়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থনকারীদের। কয়েকজনকে আটকও করা হয়। এছাড়া তুফানগঞ্জেও অশান্তির খবর পাওয়া যায়। মালদহ-আলিপুরদুয়ারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বনধ সমর্থকরা।   

from Zee24Ghanta: State News https://ift.tt/g8xiB6l

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া