Gosaba: ৩০০ টাকার জন্য আটকে অগ্নিদগ্ধ রোগী, কলকাতার হাসপাতালে মৃত্যু বৃদ্ধার

এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবাতে। স্থানীয় সূত্রে যানা যায় শনিবার সন্ধ্যায় গোসবার পাঠানখালী এলাকায় বিদ্যুৎ চলে যায়। তাই অলোকা মন্ডলের পরিবার কেরোসিনের ল্যাম্প জালিয়ে রাখে ঘরে। হঠাৎই ল্যাম্পের আগুনে বাড়িতে থাকা এক বৃদ্ধার গায়ে  আগুন লাগে বলে জানা যায়। এরপর ৬৫ বছরের বৃদ্ধাকে রাতে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

from Zee24Ghanta: State News https://ift.tt/hWSKTQB

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া