পাঁচিল টপকে লেডিস হস্টেলে ঢুকছিল যুবক, পরিণতি হল 'মর্মান্তিক'!

পাঁচিল টপকে লেডিস হস্টেলে ঢুকছিল যুবক, পরিণতি হল 'মর্মান্তিক'!

ওই যুবকের পরিণতি শিক্ষণীয়।


অভিযুক্ত যুবকের নাম লতিফুর রহমান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের হস্টেলে। জানা গেছে, হস্টেলের সীমানা পাঁচিল টপকে ক্যাম্পাসে ঢুকে পড়ে এক মত্ত যুবক। আওয়াজ পেয়ে চিতকার শুরু করে দেয় মেয়েরা। পরিস্থিতি বেগতিক দেখে পালাতে যায় লতিফুর। সেইসময়ই পাঁচিল থেকে পড়ে যায় সে। পা ভেঙে যায় লতিফুরের।

মদ্যপ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন জখম যুবক।

from Zee24Ghanta: State News https://ift.tt/2L9nn6n

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া