কর্ণাটক বিজেপির হাতছাড়া হতেই সিবিআই নিশানায় "কংগ্রেসের আশ্রয়দাতা"

কর্ণাটক বিজেপির হাতছাড়া হতেই সিবিআই নিশানায় "কংগ্রেসের আশ্রয়দাতা"

পুরনো নোট বদলের মামলায় শিবকুমারের সহযোগীদের বিরুদ্ধে তল্লাশি চালাল সিবিআই। 

কর্ণাটক বিজেপির হাতছাড়া হতেই সিবিআই নিশানায় 'কংগ্রেসের আশ্রয়দাতা'


সিবিআই, ইডি, আয়কর দফতরকে কাজে লাগিয়ে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডিকে শিবকুমারের এই অভিযোগের ঘণ্টাখানেক পরই তল্লাশি চালাল সিবিআই। বৃহস্পতিবার বিকালে শিবকুমার ঘনিষ্ঠ কয়েকজনের অফিস ও বাড়িতে হানা দেন তদন্তকারীরা। কংগ্রেসের অভিযোগ, কর্ণাটক থেকে খালি হাতে ফিরতে হওয়ায় সিবিআইকে ব্যবহার করে তাদের বিব্রত করতে চাইছে বিজেপি। উল্লেখ্য, দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের দুর্গ বাঁচিয়ে রাখার কারিগর এই শিবকুমারই। গুজরাট থেকে আহমেদ প্যাটেলকে রাজ্যসভায় জেতানোর ক্ষেত্রেই হোক, কিংবা সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভায় কংগ্রেস বিধায়কদের হোটেল রিসর্টে আগলে রেখা, সর্বক্ষেত্রেই মূল কারিগর শিবকুমার।

from Zee24Ghanta : Nation News https://ift.tt/2su51W0

Comments

Popular posts from this blog

DA Strike: কাজে যোগ দিতে এসে 'ঘাড় ধাক্কা' খেলেন সরকারি কর্মচারী, রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া